পাটকেলঘাটায় আরো ৩ জনের করোনা সনাক্ত: বাড়ী লকডাউন প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ | আপডেট: ১২:১৮:পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় ও তালায় আরো তিনজনের শরীরে করোনা ভাইরাস(কোভিড-১৯) পজেটিভ সনাক্ত হয়েছে। করোনা সনাক্ত ব্যক্তিরা হলেন, শ্যামনগর থানার(পাটকেলঘাটায় বসবাসরত এনজিও কর্মী) ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো: ফারুক আহম্মেদ(৩৪)। তিনি থানার যুগীপুকুরিয়া গ্রামের(হারুন-অর-রশীদ ডিগ্রী কলেজের বিপরীতে) আতিয়ার রহমানের পুত্র নায়েব শহিদুল ইসলামের বাড়ীতে বর্তমানে ভাড়াটিয়া হিসেবে আছেন। অপর দুইজন হলেন, পাটকেলঘাটা থানা সদরের মৃত ছবেদ আলীর পুত্র মো: নেছার আলী(৭৩) ও তালা থানার নাংলা গ্রামের এছের মোড়লের পুত্র আব্দুল হাই(৫০)। পাটকেলঘাটা থানা ও তালা থানা পুলিশের কুইক রেস্পন্স টিম করোনা সনাক্তদ্বয়ের বাড়ী সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষনা করেন। এ সময় থানা পুলিশের সদস্যগণ এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহব্বান জানান। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ১৭১৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু