পাটকেলঘাটায় কৃষক রাশেদুল হত্যা মামলায় গ্রেপ্তার- ১ প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ | আপডেট: ১১:১১:অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকূপী গ্রামের কৃষক রাশেদুল ইসলাম হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ঐ ব্যাক্তি পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে কামরুল ইসলাম সরদার(৩৫)। মঙ্গলবার(১৪জুলাই) পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১১জুলাই(শনিবার) রাতে কৃষক রাশেদুল ইসলামকে দূর্বৃত্তরা হত্যা করে বিলের ভিতরে লাশ ফেলে চলে যায়। রবিরার(১২জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। ঘটনার দিন নিহত রাশেদুলের স্ত্রী চায়না বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা(নং-১১) দায়ের করেন। পরবর্তীতে দুই দিন অভিযান চালিয়ে কামরুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। খুব শিগ্রই হত্যাকান্ডের মুল রহস্য উৎঘাটন করা হবে। পাটকেলঘাটা থানা পুলিশহত্যাকান্ড সংবাদটি ১৪৫০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু