রাজগঞ্জে সবার প্রিয় মুখ বিমল সাধুর মৃত্যুতে রাজগঞ্জ প্রেসক্লাবের গভীর সমবেদনা

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ | আপডেট: ২:৩৭:অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

মণিরামপুরের রাজগঞ্জে সবার প্রিয় মুখ, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বিমাল কুমার সাধু (৭৩) মারা গেছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন তিনি। বিমল কুমার সাধু রাজগঞ্জ বাজারের বাসিন্দা ও নিরাপদ সাধুর দ্বিতীয় পুত্র। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে, এবং আওয়ামীলীগের রাজনীতির সাথে সব সময় জড়িত ছিলেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শিক্ষা জীবন শেষে, বিমল কুমার সাধু চন্ডিপুর জুনিয়ার হাইস্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে খোরদো মাধ্যমিক বিদ্যালয়, বাঁকড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাগতা করেছেন এবং তৎকালিন সময়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক ঠিকানা পত্রিকায় রাজগঞ্জ প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন। পরে স্বাস্থ্য বিভাগের ঝাঁপা ইউনিয়নের এফ পি আই পদে যোগদান করেন এবং সেখান থেকেই অবসরে যান।

 

উল্লেখ্য, রাজগঞ্জ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় নিরাপদ সাধু ও তার স্ত্রী শিফালিকা সাধুর ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত ও সর্বজন শ্রদ্ধেয়। ১৩ই জুলাই বিকাল চারটায় রাজগঞ্জের মোবারকপুর মহাশ্মশানে মরহুমের শেষকৃত্য অনুষ্ঠান হয়। এদিকে গভীর শোক ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

অনুরূপ রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস.এম রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি মো. এরশাদ আলী, সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক এস এম ইসহাক, অর্থ সম্পাদক মো. মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংস্কৃতি ও আইসিটি সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক অমারেশ বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মো. রুহুল কুদ্দুস, মো. জিয়াউর রহমান, মো. সেলিম রেজা, সদস্য জিএম বাবু, নিরঞ্জন চক্রবর্তী, জিএম ফারুখ হুসাইন, মো. হেলাল উদ্দিন, আনিছুর রহমান, মাসুম বিল্লাহ্, উত্তম চক্রবর্তী, রেজাউল করিম রয়েল, রাশেদ আলী, শাহীনুর রহমান, সাইদুর রহমান, ইলিয়াজ কবির, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, জামাত আলী।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর