পাটকেলঘাটায় এক গৃহবধু করোনা আক্রান্ত: ১০টি বাড়ী লকডাউন প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ | আপডেট: ১২:২২:পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২০ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় রূপা আক্তার(২৬) নামের এক গৃহবধুর করোনা শনাক্ত হয়েছে। সে থানার দক্ষিণ সারসা(পশ্চিমপাড়া) গ্রামের সিদ্দিক সরদারের স্ত্রী ও কাশেম গাজীর কন্যা। সূত্রে জানা যায়, রূপা আক্তার বুধবার(৮ জুলাই) শারীরিকভাবে (মাথায় ব্যাথা) অসুস্থ হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার গ্রহন করেন এবং কোভিড-১৯(করোনা ভাইরাস) পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। রবিবার(১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে করোনা রিপোর্টে তার পজিটিভ আসে বলে জানা যায়। বর্তমানে রূপা আক্তার তার পিতার বাড়ী দক্ষিন সারসায়(পশ্চিমপাড়া) থাকায় বিকাল ৩.৪৫ মিনিটে পাটকেলঘাটা থানা পুলিশের কুইক রেসপন্স টিম সরেজমিনে উপস্থিত হয়ে পিতার বাড়ী সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষনা করে ও সরকারী সকল প্রকার আদেশ ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এ সময় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। করোনা ভাইরাসপাটকেলঘাটা থানা পুলিশসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ১২৪৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু