মাগুরাঘোনায় প্রতিহিংসার বশবর্তী হয়ে ড্রেন বন্ধ: ২০পরিবার পানি বন্দী প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ | আপডেট: ৪:৪৮:অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ মাগুরাঘোনায় প্রতিহিংসার বশবর্তী হয়ে পানি সরবরাহের ড্রেন বন্ধ করে রাখায় প্রায় ২০পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। বর্ষার মৌসুমে বসত বাড়ির উঠান ও রাস্তার উপর পানি উঠে যাওয়ায় বর্তমানে তারা গৃহ বন্দী হয়ে পড়েছে। ফলে বাড়ির উঠান পর্যন্ত পানি উঠে যাওয়ায় দুষিত পানি বিভিন্ন ধরনের রোগ জীবানু ছড়াচ্ছে। ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের আফসার আলী সরদারের পুত্র মতিয়ার রহমান সরদার বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার প্রায় ৪/৫টি পাড়ার ২০টি পরিবারের পানি সরবরাহ কওে উভয়ের জমির উপর দিয়ে তৈরি একটি ড্রেন দিয়ে। কিন্তু গত কয়েকদিন আগে একই গ্রামের মৃত আরমান আলী সরদারের পুত্র কওসার আলী সরদার শুধুমাত্র জ্ঞাতি হিংসার বশবর্তী হয়ে উক্ত ড্রেনের পাইপের মুখ বন্ধ করে দেন। এরফলে আমরা একাধিক পবিরার পানি বন্দী হয়ে পড়েছি। তিনি আরও বলেন, কওসার আলী সরদার ১৯৯১সালে পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য হন। ১৯৯৪সালে তিনি পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির একটি গ্রুপের দায়িত্বভার গ্রহন করেন এবং কমিউনিষ্ট পার্টি করার অপরাধে ২০০৩সালে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। একারণে এলাকার কেউ তার ভয়ে কথা বলতে সাহস পায় না। এব্যাপারে কওসার আলী সরদার বলেন, পানি সরবরাহের ড্রেন আমরা বন্ধ করিনি। তবে হয়তো ময়লা আবর্জনা গিয়ে পাইপটির মুখ বন্দ হয়ে যেতে পারে। সংবাদটি ৫৬৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু