আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ | আপডেট: ৮:৩৮:অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে ইয়াকুব হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বুধহাটায় এ ঘটনাটি ঘটে। মৃত ইয়াকুব হোসেন বুধহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির। ওসি গোলাম কবির মৃত্যু ওই যুবকের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, ইয়াকুব একজন মৃগিরোগী। দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় আশাশুনি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পানিতে ডুবে মৃত্যু সংবাদটি ৫৭৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১