কালিগঞ্জে কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ সাতক্ষীরার কালিগঞ্জে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সরকারী বরাদ্দকৃত কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের কাজ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার আবুল হোসেন খন্দকার। ৫ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কালিগঞ্জে কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন। প্রথমে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা শরীফ পলিটেকনিক্যাল মাটি ভরাট কাজ পরিদর্শন এবং পরে উপজেলা মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া নবাব কারিকরের বাড়ি হতে আনসার কারিকরের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কার, রতনপুর ইউনিয়নে মলেংগা আবু হাসানের বাড়ির পাশ হতে রফিক বেলের বাড়ির অভিমুখে রাস্তা সংস্কার ও ধলবাড়িয়া ইউনিয়নে বাশঝাড়িয়া ক্যাম্পের এলাকায় রাস্তা সংস্কার, মৌতলা ইউনিয়ন ও বিষ্ণুপুর ইউনিয়নের কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবুল হোসেন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সিফাত উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, সাংবাদিক বৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও প্রকল্প কমিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদটি ৩৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু