ডুমুরিয়ার মাগুরাঘোনায় প্রথম এক স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ: মোট আক্রান্ত ১৫ প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ | আপডেট: ৫:১৮:অপরাহ্ণ, জুন ২০, ২০২০ মাগুরাঘোনা ইউনিয়নে প্রথম এক স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে। এই নিয়ে ডুমুরিয়া উপজেলায় মোট করোনা ভাইরাসের রোগী আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১৫ জন। জানা যায়, ডুমুরিয়া উপজেলা মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামের আব্দুল মজিদ মাষ্টারের পুত্র শাহিন আলম সাজু(২০) স্বাস্থ্যকর্মী হিসাবে দাকোপ উপজেলায় কর্মরত ছিল। সেখানে সে অসুস্থ্য হয়ে পড়ায় নমুনা পরীক্ষা দেওয়া হলে ফলাফল করোনা পজেটিভ আসে। এ কারনে সে গোপনে বাড়িতে চলে আসে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পারায় শুক্রবার(১৯ জুন) বিকালে তাঁর বাড়িটি লকডাউনের আওতাভূক্ত করা হয়। বর্তমানে করোনা আক্রান্ত শাহিন পূর্ণ বিশ্রামে আছেন বলে জানা যায়। এদিকে খুলনা সিভিল সার্জন সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলায় শাহিন সহ মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জন। করোনা আক্রান্তকরোনা ভাইরাস সংবাদটি ৮২১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু