চুকনগরে দিনে দুপুরে ঘরের তালা ভেঙ্গে দু:সাহসিক চুরি সংগঠিত প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ | আপডেট: ৭:৪২:অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ চুকনগরে দিনে দুপুরে ঘরের তালা ভেঙ্গে একটি বাড়িতে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। খোয়া গেছে নগত টাকা ও স্বর্ণালংকার। উপজেলার মালতিয়া গ্রামের (রাজমিন্ত্রী) হাফিজুর রহমান জানায়, শুক্রবার দুপুরের দিকে তারা স্বপরিবারে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। বিকালে বাড়ি ফিরে এসে দেখে ঘরের তালা ভাঙ্গা ও দরজা খোলা। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে সাববাক্র ভাঙ্গা এবং সাববাক্রের ভিতরে গচ্ছিত রাখা ১০হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন চুরি করা হয়েছে। চুকনগরে দু:সাহসিক চুরিচুরিদু:সাহসিক চুরি সংবাদটি ৬২৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু