পাইকগাছা হরিঢালীর প্রধান সড়কটি খালে পরিণত: জনদুর্ভোগ চরমে প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ | আপডেট: ১০:৪৮:অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ এটা কোন খাল বা নদী নয়, সর্ব সাধারনের যাতায়াতের একটা অন্যতম রাস্তা। পাকা করণের জন্য মাটি কেটে খালের আকৃতি করে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। রাস্তা পারাপারের জন্য যেখানে সেখানে বাঁশ বা কাঠ দিয়ে সাঁকো বানানো হয়েছে। বন্ধ হয়েছে যান চলাচল, ফলে জন দুর্ভোগ চরমে পৌছেছে। রাস্তাটি খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের অতীব জনগুরুত্বপূর্ন। উপজেলার দক্ষিন হরিঢালী থেকে গোয়ালডাঙ্গা বালিয়া খেয়াঘাট পর্যন্ত প্রধান সড়কটির মাটি কেটে খাল আকৃতি করে রাখা হয়েছে। এলাকাবাসী জানান, রাস্তাটি পাকা করনের জন্য এই মাটি কাটা হয়। সমস্ত মাটি রাস্তার দু’ধারে জমাট করে রাখা আছে। অনেকগুলো বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এদিকে অতি বর্ষার কারণে পানি জমে আছে রাস্তা জুড়ে। অত্যন্ত ব্যস্ততম সড়কের এ অবস্থার কারনে মাসের পর মাস সকল যান চলাচল বন্ধ রয়েছে, তাই বিঘœ ঘটছে চলাচলে। স্থানীয়রা রাস্তা পারাপারে ব্যবহার করছে বাঁশ বা কাঠের সাকো। স্থানীয় ইউপি সদস্য শেখ হাববুর রহমান হবি, ‘বলেন ৪ কিলোমিটার রাস্তা ৩/৪ মাস ধরে মাটি খুড়ে রাখার কারণে হাজার হাজার লোক চরম দুর্ভোগে রয়েছে।’ স্থানীয় বাসিন্ধা রুহুল আমিন গাজী জানান, ‘৪/৫ মাস যাবৎ মাটি কেটে রাস্তাটি খাল করে রাখার কারণে আমরা চরম দুর্ভোগে আছি।’ গৃহিনী নারগিস জানান, ‘ছোট ছেলে মেয়েদের নিয়ে খুব অসুবিধার মধ্যে রয়েছি। সরু রাস্তা বা আগান-বাগান দিয়ে চলতে হচ্ছে। অতি দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করে জন দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’ সংবাদটি ৪৬১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ