তালায় বিশ্ব মা দিবসে মায়েদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ | আপডেট: ৪:৪৪:অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ তালায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে করোনা সচেতনতায় “মায়েদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) সকালে তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সীমিত পরিসরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী। নারী সংগঠনের সভাপতি, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষা বিষয়ক আই,জি,এ ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সাধারণ মায়েরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস সরকারীভাবে পালিত হলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর নির্ধারিত সময়ে দিবসটি পালন করা সম্ভব হয়নি। সরকারী নির্দেশ মোতাবেক সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করা হলো। আলোচনা অনুষ্ঠানে মাস্ক ব্যবহার, চোখ-নাক-মুখে বারবার হাত না দেয়া, হাত ধোয়া পচা-বাসি খাবার না খাওয়া, বাচ্চাদের যতœ নেয়া সহ নানা দিক নির্দেশনা দেয়া হয়। বিশ্ব মা দিবস সংবাদটি ৫২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত