ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ’র মৃত্যুতে কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যানের শোক প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ | আপডেট: ৫:২৪:অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। কালিগঞ্জ উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখঃ নাজমুল আহসান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শনিবার রাতে ঢাকার সম্মিলিতি সামরিক হাসপাতালে(সিএমএইচ) মারা যান শেখ আবদুল্লাহ। ৭৪ বছর বয়সী আবদুল্লাহর ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল বলে তার একান্ত সচিব জানিয়েছেন। ১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করা আব্দুল্লাহ দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের গত কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। সংবাদটি ৫০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু