চুকনগরে আশ্রম ঘর সংষ্কারে উপজেলা চেয়ারম্যানের নিজ অর্থায়ন প্রদান প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ | আপডেট: ৫:০৪:অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ চুকনগরের কুলবাড়িয়ার শশ্বানঘাটের আশ্রম ঘর নিজ অর্থায়নে ঠিক করে দেবার জন্য অর্থ বরাদ্ধ করেছেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। এছাড়াও সরকারী ভাবে অনুদান দেবার জন্যও কুলবাড়িয়া শ্বশান মঠ আশ্রম কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক কে আশ্বস্ত করেন। কিছু দিন পূর্বে আম্পান ঝড়ে ক্ষত-বিক্ষত হয়ে গেছিল জেলার দক্ষিণ অঞ্চল। তারই অংশ হিসাবে কুলবাড়িয়া শ্বশান মঠ আশ্রমের ঘর টি ঝড়ে ক্ষত বিক্ষত হয়ে যায়। শক্তিশালী আম্পান ঝড়ের পরবর্তীতে ডুমুরিয়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় এলাকাবাসির দাবিতে এবং নিজ উদ্দোগে ক্ষতিগ্রস্ত আশ্রমটিতে নগত চার হাজার টাকা অনুদান দেন সেই সাথে দুই হাজার ইট এবং প্রয়োজনীয় বালি অনুদান দেন। এমন উন্নয়ন মুলক কাজ ইতিমধ্যে অনেক গুলো হাতে নিয়েছেন তিনি। আশ্রমটি নতুন করে গড়তে প্রায় ৭৫ থেকে ৮০ হাজার টাকা বাজেটের কাজটি প্রথম কাজের অল্প অল্প করে কাজ শুরু করেছেন শ্বশান কমিটি সম্মানিত সভাপতি মনি মোহন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন মন্ডল সহ এলাবাসির কিছু যুব সমাজ। এ ব্যাপারে মঠবাড়িয়া শ্বশান মঠ আশ্রমের সভাপতি আমাদের বলেন, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ এর উপর আমাদের দাবি আছে। তাঁকে আমরা জানিয়েছিলাম তিনি আমাদের আশ্রম ঘরে এসেছিলেন এবং আশ্রম ঘর ঠিক করার জন্য কিছু নগদ অর্থ, ইট, বালি দিয়েছেন। তাছাড়া সরকারী ভাবে অনুদান দেবার জন্যও আশ্বস্ত করেছেন। তাই তাঁর এমন ভাল কাজের জন্য আমাদের এলাকার মানুষ খুবই খুশি হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ আমাদের কে বলেন, খবর পেয়ে আমি সেইখানে যায়, এরপর আশ্রম ঠিক করার জন্য যা যা করার প্রয়োজন আমি করেছি এবং অন্য কিছু বাকি থাকলেও সে গুলো দ্রুত করার জন্য চেষ্টা করছি। তাছাড়া বিশাল শক্তিশালী আম্পান ঝড়ের পরবর্তীতে আমাদের এলাকায় বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যতদুর পারছি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমার এ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংবাদটি ৭৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু