কালিগঞ্জে বিষ প্রয়োগে কবুতরসহ দেশিয় প্রজাতির বিভিন্ন পাখি হত্যা প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ | আপডেট: ১১:১৯:অপরাহ্ণ, জুন ১২, ২০২০ সাতক্ষীরার কালিগঞ্জে বিষ প্রয়োগে অনুমানিক ৮০ টি কবুতরসহ দেশিয় প্রজাতির বিভিন্ন পাখি হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আশিকুড়া গ্রামের সুরাজ মন্ডলের ছেলে কোমল মন্ডল (৪৬)। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুড়া গ্রামে অনেক বাড়িতে বিভিন্ন প্রজাতির কবুতর পালন করেন। কবুতরগুলো আশিকুড়া বিলে বিচরণ করে। বিলের মধ্যে একই গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে ফারা গাজী (৩৫) এর ২৫ কাটা বিলান জমি রয়েছে। কবুতর গুলো ফারা গাজীর জমিতে যাওয়ায় শুক্রবার (১২ জুন) দুপুরের দিকে তিনি ধানের সাথে বিষ মিশিয়ে প্রায় ৮০ টি কবুতরসহ দেশিয় প্রজাতির পাখি হত্যা করেন। পরবর্তীতে ভুক্তভোগী কোমল মন্ডল, সিদাম মিস্ত্রী, রবি মিস্ত্রী, জামসেদ গাজীসহ এলাকাবাসী কবুতর ও পাখি হত্যাকারী ফারা গাজীর কাছে ধানে বিষ মিশিয়ে হত্যার কারণ জানতে চাইলে তিনি ভুক্তভোগীদের হুমকি প্রদান করেন। এ ব্যাপারে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশিয় প্রজাতির পাখিসহ কবুতর গুলোকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মৃত পাখি ও কবুতরের মৃত্যুর কারণ জানার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। পাখি হত্যাহত্যা সংবাদটি ৫০৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু