কবিতা: “বিদায় নেবে করোনা”

কালো ভালো হলে আসবে আলো
ঠিক হয়ে যাবে সব
ধৈর্যের যত পরীক্ষা আছে
নিচ্ছে তোমার রব।

শুধু নিকেতনে বসে প্রার্থনা করো
সকাল-সন্ধ্যা সাজে,
করোনা যুদ্ধ শেষ হলে পরে
আবার ফিরবে কাজে।
ক্ষুধা-দারিদ্র্য, রোগ-ব্যাধি ভয়
বাঁচার স্বপ্ন অল্প,
মহামারী জয় হবে নিশ্চয়
নতুন দিনের গল্প।
সেই গল্পের পাখি মনের বাগানে
সকাল-সন্ধ্যা ডাকে
ডেকে-ডেকে পাখি মেলে দুই আখি
রঙিন চিত্র আঁকে।
আবার হাসবে প্রতিটি জীবন
দূর হবে সব বেদনা
মহান স্রষ্টা চাইবে যেদিন
বিদায় নেবে করোনা।