ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ সম্পন্ন প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ | আপডেট: ৩:০১:অপরাহ্ণ, জুন ৬, ২০২০ সভাপতি: কাজী আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক: এস এম জাহাঙ্গীর আলম ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়, ২৩ ভোটের মধ্যে ২২ভোটার প্রয়োগ করেছেন। রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া প্রেসক্লাবের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ সভাপতি শেখ মাহতাব হোসেন, সহকারী রিটার্নিং অফিসার হিসাবে ছিলেন সহ সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান ডালিম ও দপ্তর সম্পাদক সুজিত মল্লিক। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, সভাপতি কাজী আব্দুল্যাহ, চেয়ার মার্কায় ভোট পেয়েছেন ১৩ ভোট নিকটতম সভাপতি পদে ছাতা মার্কা মো: বেলায়েত হোসেন ৮ভোট, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম মােমবাতি মার্কায় ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উদয় চক্রবর্তী কলস মার্কা ৪ ভোট। ইলিয়াস হোসেন বই মার্কা ১১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধী এস রফিকুল ইসলাম তালা চাবি (১০) ক্রীড়া, এস এম মাহাবুবুর আলম কাঠাল মার্কায়( ১৩) পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম আ: রশিদ এলিন হারিকেন ০৯ ভোট)। নির্বাহী সদস্য( ১) আব্দুর রশিদ (বাচ্চু) জাহাজ মার্কায় ভোট পেয়েছেন (১৩) আশরাফুল আলম গরুর গাড়ি ( ১২) জাহিদুর রহমান বিপ্লব ঘােড়া ভোট পেয়েছেন (১২) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব নির্বাচন সংবাদটি ৪৫৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু