সাতক্ষীরায় সামাজিক দূরত্ব না মেনেই চলছে গণপরিবহন

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ | আপডেট: ৩:২১:অপরাহ্ণ, জুন ৫, ২০২০

সাতক্ষীরায় সামাজিক দূরত না মেনেই গণ পরিবহন চালানো হচ্ছে। এদিকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া নেয়া হচ্ছ বলে অভিযোগ যাত্রীদের। তবে, কিছু কিছু পরিবহন শ্রমিক ভাড়া বেশী নেয়ার বিষয়টি স্বীকার করলেও অধিকাংশ শ্রমিকরা, সরকার নির্ধারিত ভাড়ার বেশী কোন ভাড়া নেয়া হচ্ছেনা বলে দাবী করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তবে জেলা প্রশাসন বলছেন, শর্তের কোন রকম ব্যাপতায় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টারমিনাল থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরা থেকে খুলনা,সাতক্ষীরা থেকে যশোর,সাতক্ষীরা থেকে কালিগঞ্জ ভায়া-শ্যামনগর ও সাতক্ষীরা থেকে আশাশুনি রুটে গন পরিবহন (বাস) চলাচল করছে।

শুক্রবার (০৫ জুন) সকালে খুলনা রোড মোড়, নিউ মাকেট মোড়,হাসপাতাল মোড় ও নারকেলতলা মোড়ে খুলনাগামি বাস যাত্রিরা জানিয়েছেন,করোনা ভাইরাসের সংক্রমনের কারনে দীর্ঘ দুই মাস পরে কিছু শর্ত সাপেক্ষে সরকারের নির্দেশনায় সাতক্ষীরায় চলছে বাস, মিনিবাসসহ গন পরিবহন। এতে মানুষের ভিতরে কিছুটা সস্থি ফিরলেও অভিযোগও কম নয়। তবে রাস্তায় ও গন পরিবহনে অধিকাংশ চলাচলকারি যাত্রিদের মুখে মাক্র ও হ্যান্ড গ্লোবস নেই। মানছে না সামাজিক দুরত্ব ।

একই অবস্থায় চলছে লোকাল লেগুনা ও মাহিন্দ্র চলকরাও। তারাও মানছে না স্বাস্থ্যবিধিও। সাতক্ষীরা শহরের বাসিন্দা মো.আমিনুর ইসলাম, সুমন মিয়াসহ কয়েকজন যাত্রি অভিযোগ করে জানান,খুলনায় যাচ্ছি ডাবল ভাড়া নিচ্ছে। সরকারি ভাবে ভাড়া নির্ধারণ করা হলেও সরকারের নির্দেশনা অমান্য করেই অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস চালকরা। তবে, কিছু কিছু পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করলেও অধিকাংশ শ্রমিকরা সরকার নির্ধারিত ভাড়ার বেশী ভাড়া নেয়া হচ্ছেনা বলে দাবী করেছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো.আনিছুর রহমান জানান, পথি মধ্যে যদি কেউ যদি সামাজিক দূরত্ব না মেনে ভাড়া বেশী নেন তবে তার দায় দায়িত্ব ওই পরিবহনের চালক ও কন্ট্রাকটরদের নিতে হবে।

 সাতক্ষীরা জেলা ট্র্যাফিক পুলিশের সার্জেন্ট মোঃ মুকুল হোসেন জানান,সামাজিক দূরত্ব ও সরকার নির্ধারিত ভাড়া নিয়ে প্রতিটি গণপরিবহন টার্মিনাল ছাড়তে হবে । নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী ভাড়া নেয়া আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান,সরকারের নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য বিধি না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনের আওতায় আনার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম গঠন করা হবে। তবে,স্বাস্থ্য বিধি মেনে অতিরিক্ত ভাড়া আদায় না করে সীমিত পরিসরে গনপরিবহন সচল থাকুক এমনটি প্রত্যাশা সাধারণ যাত্রীদের ।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স