কালিগঞ্জ সীমান্ত ইছামতি নদীর ভেঁড়ী বাঁধের সংস্কার পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ | আপডেট: ২:২৭:অপরাহ্ণ, জুন ৪, ২০২০

কালিগঞ্জ উপজেলার খার হাটে ভেঁড়ীবাঁধ ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ মেরামতের কাজ পরিদর্শন করলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। বুধবার(৩ মে) বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে ইছামতি নদীর খার হাট নামক ভেঁড়ীবাঁধ এলাকা ঘুর্ণিঝড় আম্ফানের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ ও ভাঙ্গন কবলিত হলে এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তিনি বলেন আমাদের কে টেকসই ভেঁড়ীবাঁধ নির্মানে সরকারের সার্বিক সহযোগীতা প্রয়োজন। কিন্তু তার আগে সীমান্ত নদী ইছা মতির ঘার হাট ভেঁড়ী বাঁধ বিভিন্ন স্থানে ভাঙ্গনের পর থেকে স্থানীয় ইউপি মেম্বর আব্দুল খালেকের নেতৃত্বে এলাকার শত শত সাধারণ মানুষ স্বেচ্ছা শ্রমে ভেঁড়ী বাঁধ সংস্কার কাজে এগিয়ে আসে। তিনি আরো বলেন এই ভেঁড়ী বাঁধ এলাকার কাজের জন্য তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের পরামর্শ ও সহযোগীতায় ক্ষতিগ্রস্থ এলাকায় প্রথম দিন থেকে আজ অবদি ভেঁড়ী বাঁধ নির্মানে যারা কাজ করে যাচ্ছে তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনাদের প্রথম পর্যায়ে কিছু খাওয়ার চাউল দেওয়া হবে। পরবর্তীতে সরকারী সুযোগ পেলে আপনাদের মাধ্যমে তা দেওয়া হবে।

এসময় উপজেলা চেয়ারম্যান আরও বলেন সীমান্ত ইছা মতি নদীর মাঝ খানে জেগে ওঠা দ্বীপে প্রকৃতিক বন জেগে উঠেছে সেটি সৌন্দর্য্য বর্ধনে আগামীতে সরকারী ভাবে সংরক্ষনে উদ্যোগ গ্রহন করা হবে। ভাড়াশিমলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি মেম্বর আব্দুল খালেক জানান ভাঙ্গনের পর থেকে উপজেলা চেয়ারম্যানের পরামর্শে ভাঙ্গন কবলিত খার হাট, সুইলপুর এলাকার ভেঁড়ী বাঁধ নির্মানে প্রতিদিন শত শত শ্রমিক দিয়ে সংস্কার কাজ করছি। উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে ২ টন চাউল পেয়েছি।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।