পাটকেলঘাটায় ৫শ ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ | আপডেট: ৮:২৬:অপরাহ্ণ, জুন ৩, ২০২০ র্যাব-৬, খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী আটক করে। এ সময় তাদের কাছে থেকে ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরা সদরের ভাদড়া গ্রামের মোঃ আব্দুল হামিদের পুত্র মোঃ আজহারুল ইসলাম(৩০) এবং যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের কাজী সানোয়ারের ছেলে কাজী রায়হান ইসলাম(২২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব-৬ এর ডিএডি মোঃ রমজান আলী বাদী হয়ে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। র্যাব-৬ এর এক কর্মকর্তা ও পাটকেলঘাটা থানা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ত্রিশ মাইল মোড়ে সাগরের চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য বেচাকেনা করছে এরূপ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উক্ত স্থানে অভিযান চালানো হয়। এ সময় মোঃ আজহারুল ইসলাম ও কাজী রায়হান ইসলামকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বুধবার পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, থানার নগরঘাটা ইউনিয়নের দক্ষিণ নগরঘাটা বড় বটতলার কালিমন্দিরের শ্মশানে, কামাক্ষা মহাশ্মশান, রহমতিয়া স্কুল প্রাঙ্গণের আশেপাশে ও আসাননগর মোড়ে কয়েকটি স্পটে বসে উঠতি বয়সী যুবকরা গাঁজা সেবন, চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসে দোকান-পাট খোলার উপর নিষেধাজ্ঞার সুযোগে জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত আসান নগর মোড়ে ভিড় জমাতে দেখা যায় নেশাখোরদের। তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে বলেও জানা যায়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। ইয়াবা উদ্ধারমাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সংবাদটি ১৪৭৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু