আম্পানে কালিগঞ্জের ভদ্রখালী দি মুন লাইট কিন্ডার গার্টেন লন্ডভন্ড প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুন ২, ২০২০ | আপডেট: ৬:৩৯:অপরাহ্ণ, জুন ২, ২০২০ কালিগঞ্জ সদরের কুশুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভদ্রখালী দি মুন লাইট কিন্ডার গার্টেন দুটি কক্ষের চালসহ টিন উড়ে গেছে। দি মুন লাইট কিন্ডার গাটেন ২০০২ সালে অবস্থিত। কালিগঞ্জের সকল কিন্ডার গাটেন এর সাথে প্রতিযোগিতা করে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভদ্রখালী দি মুন লাইট কিন্ডার গাটেন এর প্রিন্সিপাল বাবু বিমল ঘোষ জানান, কয়েকমাস পূর্বে স্কুল এর চাল তৈরির জন্য স্থানীয়দের অনুদানে নির্মাণ করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে টিনের চাল উড়ে গেছে। এছাড়া চেয়ার, বেঞ্চ ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির। তিনি ক্ষতিগ্রস্থ ভবণটির সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদটি ৪৭৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু