সাতক্ষীরায় আরো একজন করোনা শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৪৬ প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুন ২, ২০২০ | আপডেট: ১২:৪২:অপরাহ্ণ, জুন ২, ২০২০ সাতক্ষীরায় আরো একজন করোনা শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এ রিপোর্ট জানানো হয়। এ নিয়ে জেলায় আজ পযন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ জন। মঙ্গলবার (০২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত । তিনি আরোও জানান,করোনা আক্রান্তের নাম সোহাগ হোসেন (২৮)। তিনি সদর উপজেলার লাবসা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, সোমবার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা রিপোর্টে সোহাগের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা যায়। তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ সন্ধ্যায় তার বাড়ি লক ডাউন করেছে । করোনা আক্রান্তকরোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৯৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান