ডুমুরিয়ায় চোরাই গরু ও পিকাপ সহ ৩ চোরকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জুন ১, ২০২০ | আপডেট: ১১:০১:অপরাহ্ণ, জুন ১, ২০২০ ডুমুরিয়া আঙ্গারদহ গ্রামের শেখ নজরুল ইসলামের লাল রংয়ের একটি গরু মহা সড়কের পাশে বাঁধা ছিল। গরু চোর সিন্ডিকেট রাস্তার পাশ থেকে পিকাপে তুলে নিয়ে চম্পট দেয়। এবং গরুর মালিক সাথে সাথে ডুমুরিয়া থানায় ফোন করে জানায় যে খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহ গ্রাম থেকে একটি লাল রংয়ের গরু চুরি করে হলুদ রংয়ের পিকআাও যোগে পালিয়ে গেছে। এ খবর পেয়ে দ্রুত ডুমুরিয়া থানা পুলিশ এলাকার গুরুত্বপূর্ণ স্হানে চেক পোষ্ট বসিয়ে চোরাই গরু,পিকআপ সহ ৩ চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। চুরি হওয়ার আধা ঘণ্টা পর আনুমানিক ২.৩০ টার দিকে দৌলতপুর টু চুকনগর সড়কের মধুগ্রাম নামক স্হানে চেকপোষ্ট দায়িত্বরত পুলিশ সদস্যরা যশোর – ন ১১-০৩১০ নাম্বারের পিকআপটি আটক করে এবং লাল রংয়ের একটি গরু উদ্ধার করে । এবং গরু চোরের সিন্ডিকেটের ৩ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন খুলনা দৌলতপুর থানাধীন দেয়াড়া গ্রামের আব্দুস সালান শেখের পুত্র মামুন হোসেন জহুর (২০), জামান শেখের পুত্র মোঃ দিপু শেখ(২৫), এবং আড়ংঘাটা থানাধীন গাইকুল গ্রামের হাকিম শেখের পুত্র মনিরুল ইসলাম (৩৫) ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, এ ব্যাপারে ডুমুরিয়া থানা পুলিশ গরু চুরির মামলা প্রস্তুতি ছলছে। এবং আটক আসামীদ্বয় ডুমুরিয়া থানা হাজতে আটক আছে। তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। সংবাদটি ৩৮৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু