তাপমাত্রা মেপে ও জীবানুমুক্ত করে ঈদে মুসুল্লিদের মসজিদে ঢোকাল তালার তিশা মেডিকেল হল প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২০ | আপডেট: ২:১৫:অপরাহ্ণ, মে ২৬, ২০২০ তালা উপজেলার জাতপুর বাজারের তিশা মেডিকেল হল এর পক্ষ থেকে জাতপুর মধ্যো পাড়া জামে মসজিদে ঈদের জামাতের পূর্বে সকল মুসল্লিদের তাদের শরীলের তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দুই হাত জীবাণু মুক্ত করে মসজিদে প্রবেশ করান তিশা মেডিকেল হল এর কর্মকর্তারা। এ ব্যাপারে তিশা মেডিকেল হল এর প্রোপাইটর আবু তালেব বিশ্বাস জানান, ঈদের সময় বিভিন্ন অঞ্চল থেকে কম বেশী আমাদের এলাকায় লোকজন এসেছে, কে কিভাবে আছে জানিনা, তাই প্রাথমিক পরিক্ষা হল তার গায়ের তাপমাত্রা কেমন আছে এটা দেখা। তারপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভাল ভাবে জীবানুমুক্ত করে মসজিদে প্রবেশ করানো হয়। এ ব্যাপারে কেমিস্ট এন্ড ড্রগিষ্ট সমিতির জাতপুর বাজার শাখার সভাপতি সাংবাদিক এম এ মান্নান জানান, তার বাজারের একজন ফার্মেসী এ উদ্যোগ নেওয়াকে সে স্বাগত জানায়। করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ। একটি মসজিদের ভিতর একজন রুগী আসলে তার সংস্পর্শে থাকা সকলের এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই তিশা মেডিকেল হলের মত আরও ফার্মেসী গুলো জন কল্যাণমুলক কাজে অংশগ্রহণ করার আহবান জানান। সংবাদটি ৪২২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত