জান্নাত সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে খুলনা শহরে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ২০, ২০২০ | আপডেট: ৮:৫৩:অপরাহ্ণ, মে ২০, ২০২০ সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে গোটা দেশে অচল অবস্থা বিরাজ করছে। দোকানপাট থেকে শুরু করে হাট বাজার সকল স্থানে লোকজন চলাচলে কড়াকড়ি আরপ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের মনে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। এরই মধ্যে অসহায় ও গরীব মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে প্রতিটি পরিবারের জন্য থাকছে ৪৫০ টাকার ঈদ উপহার। জান্নাত সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে খুলনা শহরের অসহায় গরীব মানুষের মাঝে চাল ২ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, দুধ ১ প্যাকেট, সিমাই ১ প্যাকেট, চিনি ১ প্যাকেট ও সয়াবিন তেল হাফ লিটার বিতারণ কার্যক্রম অব্যহত আছে। উল্লেখ্য যে, ২৫শে মার্চ থেকে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুরুতে তিনি ঢাকার শাহবাগে ৩ হাজার মাক্স, ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ৩ হাজার সাবান বিতরণ করেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন সময় অন্যান্য ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাসজান্নাত সমাজ কল্যান সংস্থাত্রাণ বিতরণ সংবাদটি ৮০৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২৫হাজার টাকা জরিমানা