পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা সেবীকে ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ | আপডেট: ৫:৩১:অপরাহ্ণ, মে ১৯, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় এক গাঁজাসেবীকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ঐ ব্যাক্তি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের আনছার আলী সরদারের পুত্র অফর আলী সরদার(৪৫)। খলিষখালী ক্যাম্প ইনচার্জ নিখিল বিশ্বাস জানান, মঙ্গলবার(১৯মে) দুপুরে গোপনে সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির জমি থেকে অরক্ষিত অবস্থায় ২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরবর্তীতে তালা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালতমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি ৫৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু