পাটকেলঘাটার খলিষখালীতে ৮৪ নারীর হাতে তুলে দেয়া হল মাতৃকালিন ভাতার নগত অর্থ প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ | আপডেট: ৩:৫০:অপরাহ্ণ, মে ১৯, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নে এবার অফিসের বাইরে এসে সামজিক দুরুত্ব বজাই রেখে মাতৃকালিন ভাতার টাকা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক খলিষখালী শাখা কতৃপক্ষ স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে অস্বচ্ছল হতদরিদ্র তালিকাভুক্ত ৮৪ জন নারীর হাতে মাতৃকালিন ভাতার নগত ৬ লাখ ৪ হাজার ৮‘শ টাকা প্রদান করেন। কার্ডধারীরা প্রত্যেককে মাসে ৮‘শ টকা করে প্রথম কিস্তিতে নয় মাসের ৭২০০ টাকা করে সরকারী এ মাতৃকালিন এ ভাতার টাকা পেয়েছে। প্রতিমাসে ৮‘শ টাকা করে প্রত্যেক ৩৬ মাস ২৮ হাজার ৮‘শ টাকা করে ভাতার টাকা পাবেন। ভাতার টাকা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, সোনালী ব্যাংকের ম্যানেজার জাদবেন্দ্র শীল। মাতৃকালীন ভাতা সংবাদটি ৪৪২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু