আশাশুনিতে ক্রেতা সেজে চুরি করতে যেয়ে তিন পেশাদার মহিলা চোর আটক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মে ৯, ২০২০ | আপডেট: ৯:৫১:অপরাহ্ণ, মে ৯, ২০২০ আশাশুনির বুধহাটায় ক্রেতা সেজে কাপড়ের দোকানে চুরি করতে যেয়ে তিন পেশাদার মহিলা চোরককে হাতেনাতে আটক করেছে বাজারের ব্যবসায়ীরা। তাৎক্ষনিক তাদেরকে থানা পুলিশের হাতে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার(৯মে) সকাল ১১ টার দিকে বোরখা পরিহিতা তিন মহিলা চুরির উদ্দেশে ক্রেতা সেজে বুধহাটা বাজারের আছাফুর মার্কেটে অবস্থিত ব্যবসায়ী আহাদুর রহমানের সিট কাপড় ও গার্মেন্টস এর দোকান মদিনা ফ্যাশনে যায়। এসময় তাদের মধ্যে দুজন কাপড় দেখতে থাকে আর অন্য জন বিক্রেতার চোখ ফাঁকি দিয়ে থান কাপড়ের একটি রোল বোরখার মধ্যে নিয়ে পালানোর সময় মার্কেটের অন্য ব্যবসায়ীরা ঘটনা দেখে ফেলে পরে তাদের তিনজনকেই হাতেনাতে ধরে ফেলে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদরের কাশেমপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী পলি খাতুন(২৮) ও তার বোন জলি খাতুন (২০) এবং একই গ্রামের খলিলের স্ত্রী ফরিদা খাতুন (৪০)। মার্কেটের ব্যবসায়ী বিসমিল্লাহ বস্ত্রালয়ের মালিক শহিদ হাসান জানান গত শুক্রবার আমার দোকানে ও বাজারের রিতু বস্ত্রালয়ে ওই তিন মহিলা এসেছিলো এবং দুই দোকান থেকে কাপড়ের রোল চুরি হয়ে যায় যেটা সেদিন ধরা পড়েনি। আজ আবার বাজারে ওই তিন মহিলাকে দেখে সন্দেহ হলে তাদের গতিবিধির উপর নজর রাখতে থাকি এবং ওই দোকান থেকে কাপড় চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলি। আটককৃতদের জনরোষ থেকে বাঁচাতে ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তাদেরকে নিজেদের জিম্মায় নিয়ে পরে আশাশুনি থানা পুলিশের হাতে তুলে দেন। ক্রেতা সেজে চুরিমহিলা চোর সংবাদটি ৩৯৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১