কেশবপুরে এক হাজার পরিবারের মাঝে শাহীন চাকলাদারের দেয়া ইফতার সামগ্রী হস্তান্তর প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ৮, ২০২০ | আপডেট: ৬:১৩:অপরাহ্ণ, মে ৮, ২০২০ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এক হাজার পরিবারের ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। শাহীন চাকলাদারের পক্ষে জেলা যুবলীগ নেতা তোহিদ চাকলাদার ফন্টু কেশবপুর নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, মহিলা আওয়ামী লীগ নেত্রী নুরুন নাহার নীরাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা ভাইরাসের শুরু থেকে কর্মহীন অসহায় ১০ হাজার ৯০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি। ইফতারইফতার সামগ্রীশাহীন চাকলাদার সংবাদটি ৩৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত