কবিতা: “চাইনি এমন” প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মে ৪, ২০২০ | আপডেট: ৯:১৪:অপরাহ্ণ, মে ৪, ২০২০ চাইনি এমন ……শ্যামল বণিক অঞ্জন……. চাইনি এমন রাত তো আমি চাইনি এমন দিন, আতঙ্কের কালো ছায়ায় সকলই মলিন! চাইনি এমন মেঘের আকাশ বিবর্ণ রোদ্দুর, বিষাদ ভরা পাখির কন্ঠে রঙচটা এই ভোর। চাইনি এমন ধূসর বিকেল ভাবনা ভরা ক্ষণ, আনমনা এই সন্ধ্যাতে হায় মরণ আলাপন! কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা সংবাদটি ৪৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?