তালায় করোনার উপসর্গ নিয়ে এক মফস্বল সাংবাদিকের মৃত্যু: নমুনা সংগ্রহ প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ | আপডেট: ২:০০:অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ সাতক্ষীরার তালায় করোনার উপসর্গ নিয়ে আব্দুস সালাম মোড়ল (৩০) নামের আরো এক মফস্বল সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের বারুইহাটি গ্রামের সীরাত আলী মোড়লের ছেলে। বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আব্দুস সালাম মোড়ল আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার তালা (সাতক্ষীরা) প্রতিনিধি হয়ে কমরত ছিলেন । বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন । নিহতের স্বজনরা জানান, গত ৪/৫ আগে থেকে তিনি জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও লিভার জনিত রোগে ভুগছিলেন। বুধবার তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিনই বিকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে নেয়ার পরামর্শ দেন। মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করতে না পেরে তাকে খুলনায় নেয়ার পথে মীর্জাপুর এলাকায় পৌছালে তিনি মারা যান। ডাঃ রাজিব সরদার আরোও জানান, মৃতব্যক্তির পরিবারের সবারই নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে নমুনা টেষ্টের রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং লাল পতাকা টানানো হয়েছে। এছাড়া নমুনা সংগ্রহের রিপোর্ট না আসা পর্যন্ত স্থানীয় প্রশাসন তাদের দেখভাল করবেন বলে তিনি আরো জানান। ওই সাংবাদিকের চাচাতো ভাই ইউনুস মোড়ল জানান, আব্দুস সালাম গত ২ সপ্তাহ যাবৎ লিভার সিরোসিস (জন্ডিস) রোগের কারনে রক্তশূন্যতাসহ কোমরের ব্যাথায় ভুগছিল। গত ২৮ এপ্রিল সকালে মারাত্বক অসুস্থ্য হয়ে পড়লে তাকে তালা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আসলে কর্তব্যরত চিকিৎসক সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করে দেন। কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালে ৭/৮ ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে ছিল সে । গায়ে জ্বর অবস্থায় তিনি মারা যান। এদিকে,এ জেলায়ে এনিয়ে করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে তিন জনের রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। তিন জনেরই রিপোটর্ই নেগেটিভ এসেছে। সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৪২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৮৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ১৮৯ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। করোনা ভাইরাস সংবাদটি ৬০৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত