কেশবপুরে আরো ৪জন করোনা আক্রান্ত: মোট ৮ প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ | আপডেট: ৪:৪৬:অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ কেশবপুরে মঙ্গলবার একজন মেডিকেল অফিসারসহ ৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কেশবপুরে মোট ৮ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, রবিবার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীসহ ৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। মঙ্গলবার ওই রিপোর্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসার, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ষ্টোর কিপারসহ শহরের আলতাপোল এলাকার একজন ইলেক্ট্রিশিয়ানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও একজন স্বাস্থ্য সহকারী এবং উপজেলার ধর্মপুর গ্রামের একজন গৃহবধু করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়াও উপজেলার ইমাননগর গ্রামে শশুর বাড়িতে রেখে চিকিৎসাধীন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর সংস্পর্শে থাকা তার এক শ্যালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, আক্রান্ত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে ইমাননগর গ্রামের আক্রান্ত ওই মাদ্রাসা ছাত্রকে বাড়িতে রেখে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তদারকির মাধ্যমে চিকিৎসা প্রদান করছে। এছাড়াও আজ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীসহ অন্যান্য ১২ জনের নমুনা সংগ্রহ করে যশোর মেডিকেল কলেজের জিনোম সেন্টারে পাঠানো হয়েছে। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শুভ্রা রানী দেবনাথ বলেন, ইমাননগর গ্রামের আক্রান্ত ওই মাদ্রাসা ছাত্র সুস্থ রয়েছেন। করোনা ভাইরাস সংবাদটি ৪৮৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু