সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের উদ্যোগে পাটকেলঘাটা কাঁচাবাজার বলফিল্ডে স্থানান্তর প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ | আপডেট: ১২:৫০:অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): সাতক্ষীরা জেলা প্রশাসকের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পাটকেলঘাটা কাঁচা বাজারকে ঐতিহ্যবাহী ফুটবল মাঠে স্থানান্তর করা হয়েছে। রবিবার(১২ এপ্রিল) পাটকেলঘাটা বাজারের সকল কাঁচাবাজার, দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, মাছ-মাংসের বাজার, ফল বাজার জেলা প্রশাসকের নির্দেশ মতে তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম স্থানান্তরের মাধ্যমে বাস্তবায়ন করেন। পাটকেলঘাটা বাজার কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের এহেন কর্মকান্ডকে স্বাগত জানিয়ে অত্র এলাকার সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতাসাধারণকে অদ্য তারিখ হইতে পাটকেলঘাটা বলফিল্ড থেকে ক্রয়ের জন্য ও সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যাদি সম্পান্ন করার অনুরোধ জানান। তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম পাটকেলঘাটা সহ সকল ক্রেতাসাধারণকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার জন্য অনুরোধ জানান। সুন্দরবনটাইমস.কম/ডেক্স এসিল্যান্ড খন্দকার রবিউল ইসলামসাতক্ষীরা জেলা প্রশাসক সংবাদটি ৬০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু