সাতক্ষীরার ভোমরায় গভীর রাতে ঘোরাঘুরির দায়ে পাটকেলঘাটা ও কেশবপুরের ৩ যুবক আটক 

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ | আপডেট: ১২:৫৯:অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর রোড থেকে গভীর রাতে ঘোরাঘুরির অপরাধে  তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০এপ্রিল) রাত্র সাড়ে ১০ টার সময় সাতক্ষীরার  ভোমরা রোড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, পাটকেলঘাটা থানাধীন সেনপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র আব্দুল্লাহ(২২), যশোর জেলার কেশবপুর থানাধীন বগা গ্রামের মৃতঃ করিম সরদারের পুত্র সুমন রাহান(২৭) ও একই গ্রামের শহিদুল সরদারের পুত্র সুজন সরদার (২৪)। 
সাতক্ষীরা সদর থানার অফিসার  ইনিচার্জ  মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত তিন যুবক গভীর রাতে ভোমরা এলাকায় মোটর সাইকেল যোগে ঘোরাঘুরি করছিল। তখন  এসপি মহোদয় ভোমরা রোড থেকে তাদের আটক করে আমাদের নিকট হস্তান্তর করেন। কি উদ্দেশ্যে গভীর রাতে এলাকা ছেড়ে সীমান্ত এলাকায় কোন কাজে এসেছিল তারা কোন সদউত্তর দিতে পরিনি। বর্তমানে তারা তিনজন থানা হেফাজতে আছে। 
 
তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, তাদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলেই ব্যাবস্থা গ্রহন করা হবে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যাক্তিরা  জানান, আটককৃত তিনজন এলাকার চিহ্নিত মাদকসেবী। তারা প্রতিনিয়ত এলাকায় মাদক সেবন করে আসছিল।

 

সুন্দরবনটাইমস.কম/কিশোর কুমার/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক