একবার দেখা দাও মোরে প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ | আপডেট: ১২:০৯:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ একবার দেখা দাও মোরে ………….তুলোশী চক্রবর্তী ওগো প্রিয়,একবার দেখা দাও মোরে সন্মুখে এসে একবার দেখা দাও নারে মন আর রহে নাযে এ বন্ধী ঘরে তোমাকে দেখার ইচ্ছে সততই অন্তরে, কখনো কাটে তরু গুল্ম জড়িয়ে করে পুস্পশাখা মম বক্ষে মিশিয়ে ধরে দুনয়নে মোর শুধু অশ্রু ঝড়ে শান্ত নাহি হয় মন তবু ,হায়রে! সদা সর্বক্ষন অন্তরে বাহিরে সেই ব্যাকুল সুর”প্রিয় দেখা দাও মোরে” সন্যাসীর মতো মুক্তি পেতে আশা ত্যাগ করে কখনো ঘুরে বেড়াই একা জনহীন তেপান্তরে, তবু মন কাঁদে সেই আকুল সূরে “ওগো প্রিয় একবার দেখা দাও মোরে” । সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:তুলোশী চক্রবর্তী/পশ্চিম বাংলা একবার দেখা দাও মোরেকবি তুলোশী চক্রবর্তী সংবাদটি ৬৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?