কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবতীর মৃত্যু প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ | আপডেট: ৬:৩৬:অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা) সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে তাহেরা পারভীন (১৮) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুর রহিম মোড়লের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার(২ এপ্রিল) দুপুরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে যায় তাহেরা। বাড়িতে না ফেরায় পরবর্তীতে পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে বেলা আড়াইটার দিকে পুকর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাশ ঘটনাস্থলে যেয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। ঘটনা নিশ্চিত করে উপ-পরিদর্শক অনুপ কুমার দাশ জানান, ময়নাতদন্তে প্রেরণের জন্য রাত ৮ টার পর মৃতদেহ থানায় নেয়া হয়েছে। তাহেরা পারভীন মৃগী রোগী ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা পুকুরের পানিতে ডুবে মৃত সংবাদটি ২৪৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু