কপিলমুনিতে পুলিশের অভিযান: দোকানপাট বন্ধ ! প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ | আপডেট: ৯:৫৯:অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে থানা পুলিশের অভিযান ও নিরন্তর প্রচেষ্টার ফলে এলাকার মানুষ মানতে শুরু করেছে সরকারী নির্দেশনা। ফলে বন্ধ রাখা হয়েছে দোকান পাট। বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি এজাজ শফীর নের্তৃত্বে পুলিশের একটি সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। এতে করে বন্ধ হয়ে যায় সব দোকানপাট। এর আগে বাজারে মানুষের সমাগম রীতিমতো প্রশ্নবিদ্ধ করে সর্ব মহলে। যেন কোন ক্রমেই প্রভাব ছিল না সরকারী নির্দেশনা বাস্তবায়নের। মোটরসাইকেল মহড়া দেওয়ার পরপরই সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। জনশুন্য হয়ে পড়ে ব্যাস্ততম কপিলমুনি বাজার। দোকানপাট বন্ধ হওয়ায় এক রকম ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। পুলিশের সতর্ক অবস্থানে তাৎক্ষণিক জনসাধারণ যার যার মত বাড়ি চলে যায়। স্থানীয়রা জানান, সরকারী ঘোষণা বা চলমান ছুটির বিষয়ে তেমন কোন গুরুত্ব ছিলনা এলাকার মানুষের মাঝে। ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকায় চিন্তিত ছিলেন এলাকার সচেতন মহল। বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও প্রচারিত হয়। এমন বিষয়টি থানা প্রশাসনের দৃষ্টিতে গেলে ওসি এজাজ শফির নের্তৃত্বে হরিঢালী পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ মনিরুজ্জামানসহ বেশ কিছু পুলিশ কর্মকর্তার অংশ গ্রহণে মোটরসাইকেল বহর নিয়ে সচেতনতামূলক মহড়া পরিচালিত হয়। মুহুর্তের মধ্যে বদলে যায় জন সমাগম সহ দোকানপাটের চিরচেনা চিত্র। এ ঘটনার পর সমাজ সচেতন মানুষ ওসিকে অভিনন্দন জানিয়েছেন। এবিষয়ে হরিঢালী পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, ‘করোনার ভয়াবহতার হাতে থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমাদের এ প্রচেষ্টা। কোনভাবেই এ এলাকায় দোকানপাট হাটবাজার পাবলিক প্লেসে জনসমাগাম করতে দেওয়া হ্েব না। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম [cov2019all] সংবাদটি ২১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ