পাটকেলঘাটায় ৭৫টি পরিবার পেল তিন ব্যবসায়ীর ত্রান প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ | আপডেট: ৬:৪৩:অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): মহামারি করোনার প্রভাবে সমাজের অসহায় ও দরিদ্রমানুষের জনজীবন এখন বিপাকে প্রায়। সরকারের উদ্যোগে ত্রান বিতরনের পাশাপাশি বেসরকারি সংগঠন সহ বিভিন্ন সেচ্ছাসেবীরা বেশ ভুমিকা পালন করে আসছে । তার এই ধারাবাহিতায় বুধবার(১এপ্রিল) পাটকেলঘাটার তিন ব্যাবসায়ী ত্রান নিয়ে দাঁড়ালে সমাজের অসহায় ও দরিদ্রমানুষের পাশে। পাটকেলঘাটার বিশিষ্ট ব্যাবসায়ী রুপায়ন হাজরা, ব্যবসায়ী অমিত কুমার ও মিথুন মোড়ল নিজ উদ্যোগেই বাড়িয়ে দেন সহানুভূতির হাত। এ সময় তারা ৭৫টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। ও করোনা সচেনতার লিপলেট, সাবান ওমাস্ক তুলে দেন । এই দুঃসময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাড়াঁনোর জন্য বিত্তবান প্রতি আহবান জানান তারা । সুন্দরবনটাইমস.কম/কিশোর কুমার/ডেক্স সংবাদটি ২৭৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু