ডুমুরিয়ায় ১৪৪/১৪৫ধারা ভঙ্গ করে জমি দখলের পায়তারা

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ | আপডেট: ৫:৩২:অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
ডুমুরিয়া আদালতের দেয়া ১৪৪/১৪৫ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাদারতলা গ্রামে।
জানা যায়, উপজেলার মাদারতলা গ্রামের মৃত জিতেন্দ্রনাথ মন্ডলের পুত্র পবিত্র কুমার মন্ডরের সাথে একই গ্রামের অতুল কৃষ্ণ মন্ডলের পুত্র অনুপ কান্তি মন্ডল ও অসিত মন্ডল, মৃত উপেন্দ্র নাথ মন্ডলের পুত্র সুধীরনাথ মন্ডল, মৃত শিবপ্রসাদ মন্ডলের পুত্র পিযুষ কান্তি মন্ডল, মৃত বিনয় কৃষ্ণ মন্ডলের পুত্র অবনিন্দ নাথ মন্ডল ও নিউটন মন্ডলের সাথে মাদারতলা মৌজায় যার জেএল নং-১২১, খতিয়ান নং-আরএস-২৭,৫৮৮,৩১১,দাগ নং-১৮৩৩,১৮৩৪ জমির পরিমান-০.১৬একর তফসিল বর্ণিত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

একারণে পবিত্র কুমার মন্ডল বাদী হয়ে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত শান্তি শৃংখলা রক্ষার্থে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ এর মাধ্যমে ফৌঃ কাঃ বি আইনের ১৪৫ (১) ধারামতে ২য় পক্ষকে নালিশী জমির দখল বিষয়ে লিখিত বিবৃতি দেয়াসহ উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এ জন্য ডুমুরিয়া থানার এস আই কেরামত আলী গত ০৬/০৩/২০২০ ইং তারিখে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। কিন্তু গত ০৭/০৩/২০২০ইং তারিখে আদালতের দেয়া ১৪৫ধারা ভঙ্গ করে বিবাদীগণ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে উক্ত নালিশী সম্পত্তি দখল করে নিয়েছে।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক