চুকনগরে জাতীয় গণহত্যা দিবস উৎযাপন প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ | আপডেট: ৫:৩০:অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রথমে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগমের পক্ষ থেকে চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্য্ক্ষ এবিএম শফিকুল ইসলাম। এরপর চুকনগর গণহত্যা ‘৭১ স্মৃতিরক্ষা পরিষদের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্য্ক্ষ এবিএম শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সরদার মাসুন রানা, আক্তারুজ্জামান সোহাগ, এবাদুল বাশার লিটন, মুস্তাফিজুর রহমান সোহাগ, কৌশিক সরকার, দিপু ঘোষ, এসএম শাকিব হাসান, বুলবুল আহম্মেদ কাজল, নাইম ইসলাম প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস জাতীয় গণহত্যা দিবস সংবাদটি ২২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু