কলারোয়ায় মাটি বহনকারী ট্রাকটরের ধাক্কায় এক ট্রলি চালক নিহত প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ | আপডেট: ২:৫০:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রাকটরের ধাক্কায় এক ট্রলি চালক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ট্রলি চালকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের নুর ইসলামের মোড়লের ছেলে। নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে দশটার দিকে আলমগীর তার ট্রলিতে কয়েক বস্তা চাউল নিয়ে কলারোয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধানদিয়া চৌরাস্তা মোড় এলাকায় পৌছালে ইট ভাটার জন্য মাটি নিয়ে যাওয়া একটি ট্রাকটর পিছন দিক থেকে তার ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলি চালক আলমগীর ছিটকে ট্রাকটরের চাকায় পড়ে পিষ্ট হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন। কলারোয়া থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ট্রাকটরের ধাক্কায় এক ট্রলি চালক নিহত সংবাদটি ৩১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪