বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জেলা পুলিশের বিশেষ প্রকশনা “বাতিঘর” এর মোড়ক উন্মোচন প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ | আপডেট: ৮:০০:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ প্রকশনা “বাতিঘর” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে উক্ত মোড়ক উন্মোচন করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগ সভাপতি মুনছুর আহম্মেদ, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইলতুৎ মিশ প্রমুখ। এ সময় সেখানে জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। মোড়ল উন্মোচন শেষে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত’তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরন করা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স বাতিঘরসাতক্ষীরা জেলা পুলিশ সংবাদটি ৩১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান