কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০ | আপডেট: ৬:০১:অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর শহরের হাইওয়ে রোডের ফুটপাথ দখল করে ইটের খোয়া ও বালি রাখার দায়ে ভ্রাম্যামার আদালত বসিয়ে এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা বলেন, যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর শহরের হাইওয়ে রোডের প্যারাডাইস মোড় নামক স্থানে রহমান বস্ত্রালয়ের মালিক মনজুরুল ইসলাম ও সাজঘর ফার্নিসারের মালিক মাহাবুর রহমান বুলু ফুটপাথ দখল করে ইটের খোয়া ও বালি পথচারিদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর থানার উপপরিদর্শক ফজলে রাব্বি মোল্যাসহ পুলিশ ফোর্স। সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান সংবাদটি ২২০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু