রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামীলীগ নেতার মৃত্যু: দাফন সম্পন্ন প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ | আপডেট: ১০:২৬:অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম টুটুল (৬০) নামের এক আওয়ামীলীগ নেতার মত্যু হয়েছে। তিনি রাজগঞ্জের মোবারকপুর (ছোট মনোহরপুর) গ্রামের মৃত এনায়েতুল্লার ছেলে ও চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সস্পাদক ছিলেন ও তিন সন্তানের যুবক। জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে শহিদুল ইসলাম টুটুল রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঝাঁপা বাওড়ে অবস্থিত তার নিজস্ব সেচকলে সংযুক্ত পল্লী বিদ্যুতের তারে শক খেয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জি. এম মশিউর রহমান নিশ্চিত করেন। মঙ্গলবার জোহর বাদ স্থানীয় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু সংবাদটি ২৮৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য