চুকনগরে প্রতিভা সংস্থার উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ | আপডেট: ৩:৫৬:অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
চুকনগরে প্রতিভা সংস্থার উদ্যোগে এবং দলিত ও ইউএনডিপির সহযোগিতায় বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগীতায় নবম শ্রেণীর (পক্ষ দল) বিজয়ী হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রতিভা সংস্থার নির্বাহী পরিচালক গোলাপী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় মডারেটরের দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি কুন্ডু। বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষক হাফিজুর রহমান, শামীমা শিরিন মিলু, রেহেনা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিভা সংস্থার গোবিন্দ দাস। উপস্থিত ছিলেন শরীফ উদ্দীন, জয়দেব নন্দী, মোঃ কায়কোবাদ প্রমুখ। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা আরিফা ইয়াসমিন ঋতু।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক