কালিগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ৪:১৬:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ সংবাদদাতা, কালীগঞ্জ(সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ বাবলু হোসেন ওরফে কালু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের জিন্নাত আলী সরদারের ছেলে। থানার সহকারী উপ-পরিদর্শক রুপক কুমার সাহা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে থানার উপ-পরিদর্শক অনুপ কুমার ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ মাদক ব্যবসায়ী বাবলু হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় বাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও বাবলু হোসেনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/নূর ইসলাম বাবু মাদক ব্যবসায়ী আটকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি ৩৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু