স্বাধীনতার আটচল্লিশ বৎসর পরে, তুমি কি সেই স্বাধীনতা? প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ | আপডেট: ৬:৩৫:অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ স্বাধীনতার আটচল্লিশ বৎসর পরে, তুমি কি সেই স্বাধীনতা? স্বাধীনতা তুমি এসেছিলে পরাধীনতা থেকে মুক্ত হয়ে সোনার বাংলা গড়তে, স্বাধীনতা তুমি এসেছিলে বাঙ্গালী জাতির মুখের হাসি ফোটাতে। স্বাধীনতা তুমি এসেছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন পুরণের জন্য, স্বাধীনতা তুমি এসেছিলে মেহনতী মানুষের দাবী আদায়ের জন্য। স্বাধীনতা তুমি এসেছিলে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, আমরা ভুলিনি স্বজন হারানোর ব্যাথা তবুও নিয়েছি বরন করিয়ে। এই বাংলা স্বাধীন করে ভেবেছিলাম সোনার বাংলা গড়ব, স্বাধীনতা বিরোধী দুর্ণীতিবাজরা দেশটাকে করেছে খর্ব। লাখো শহীদের রক্তে কেনা মোদের প্রিয় মাতৃভূমি, কত মায়েরা ইজ্জত দিয়েছে, কত হারায়েছে স্বামী। অর্ধ শতাব্দী পদার্পন এখনও যাইনি স্বজন হারানোর ব্যাথা, যাদের ছিল আত্মত্যাগ আজীবন ভূলিব না তাদের কথা। বিশ্বের মানচিত্রে উড়ছে পতাকা বঙ্গবন্ধু মোদের মহান নেতা, বাঙ্গালী জাতি আজও বুঝেনি কত কষ্টে অর্জিত স্বাধীনতা। যে স্বাধীনতার জন্য দিয়েছি মোরা বুকের তাজা রক্ত, স্বাধীনতা তুমি করতে পার নাই দুর্ণীতি থেকে মুক্ত। স্বাধীনতা তুমি বাঁচাইতে পারনি মুজিব পরিবার হয়েছে নি:শেষ, কাগজ কালী কত ফুরায়ে যাবে ইতিহাস লেখা হবে না শেষ। তোমার শুন্যতা করেছে পূরন তোমারই সুযোগ্য কন্যা, উন্নয়নের রোল মডেল, বিশ্ববরেন্য রাজনীতিবিদ শেখ হাসিনা। আমরা শিখেছি ঘুষ, দুর্ণীতি আর কলম চুরি চালানো নামীদামী গাড়ী, নি¤œ বিত্তের মানুষগুলি এখনও ভিক্ষা করে বাড়ী বাড়ী। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষের প্রয়োজন, এখনও খুন, ধর্ষণ, ঘুষ, দুর্ণিতীতে নির্যাতিত জনগন। মুজিব বর্ষের শুভ আগমনে শপথ করি মোরা আপন মনে, ঘুষ দুর্ণিতী করিব রোধ, দেশ প্রেম জাগ্রত হোক সকল প্রাণে। স্বাধীনতার সেবক হয়ে ক্ষমতার মসনদে এসেছে কত দল, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনের জন্য মোদের শক্ত করে ধরতে হবে হাল। স্বাধীনতার নামে বুলি আওড়ায়ে যাহারা করেছে শোষন, সেই স্বাধীনতা রক্ষার জন্য মোরা লড়ব আজীবন। একফোটা বুকের তাজা রক্ত থাকতে মোরা করব না মাথা নত, স্বাধীনতা বিরোধী সকল শক্তিকে মোরা করব প্রতিহত। হে যুবক, নব প্রজন্মের নওজোয়ান তোমরা হও আগুয়ান, শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা বাঁচাবো স্বাধীনতার প্রান। লেখক: সরদার এম.এ মজিদ পাটকেলঘাটা, সাতক্ষীরা মোবাইল নং- ০১৭২৩৯১২৭৪১ তুমি কি সেই স্বাধীনতালেখক সরদার এম.এ মজিদস্বাধীনতার আটচল্লিশ বৎসর পরে সংবাদটি ২৭৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?