কলারোয়া সীমান্ত থেকে ১শ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারী আটক প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০ | আপডেট: ৩:৩৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার গয়ড়া সীমান্তে অভিযান চালিয়ে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক চোরাকারবারীর নাম গগন হোসেন (২৩)। সে কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও দুটি সীম কার্ড ও একটি মেমোরীকার্ডসহ উক্ত মাদক চোরকারবারীকে হাতে নাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটক মাদক চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারী আটক সংবাদটি ২৯৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪