মুুজিব বর্ষ স্মারক শ্রেষ্ঠ কবির সম্মাননা পদক পেলেন সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্ত প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ | আপডেট: ৮:০৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): আন্তর্জাতিক সাহিত্য স্বর্ণপদকপ্রাপ্ত, দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি ও মধুসূধন গবেষক সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্ত বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় একুশের বই মেলা-২০২০ এ মুজিব বর্ষ স্মারক শ্রেষ্ঠ কবির সম্মাননা পদক পেয়েছেন। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে একুশে বই মেলার মঞ্চে খুলনা জেলা প্রশাসক ও গাঙচিলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে কবি সন্তোষ কুমার দত্তকে এই পদকে ভূষিত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এস এম রইজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ড. ইদ্রিস আলী, বাংলাদেশ সেনা বাহিনীর ইন্সটেক্টর খন্দকার জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের পরিচালক রওশন আরা রুশো, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়, গাঙচিলের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন, আন্তর্জাতিক সমন্বয়ক চলচিত্র পরিচালক সোবহান আমিন, যশোর জেলা সমন্বয়ক এড. জিএম মুছা, অধ্যাপক আব্দুল মান্নান, কবি আব্দুর রশিদ, আমিরুজ্জামান, আমেরিকা প্রবাসী কবি শাহানা শৈলীসহ বহু কবি, সাহিত্যিক, শিল্পী, টেলিভিশন, রেডিও ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। উল্লেখ, সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্ত যশোর জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হানুয়ার গ্রামের কৃতি সন্তান ও রাজগঞ্জ ডিগ্রী কলেজের একজন শিক্ষক এবং গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ বাংলাদেশের খুলনা বিভাগীয় সমন্বয়ক। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ২৮৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য