সাতক্ষীরা সরকারী কলেজ রোডে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ | আপডেট: ২:১৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারী কলেজ রোডে সড়ক দূর্ঘটনায় শিমুল (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে শহরের রাজারবাগান সরকারী কলেজ রোডে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু শিমুল কাটিয়া সরকার পাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি কাটিয়া সরকার পাড়া এলাকার তাদের ভাড়া বাসা থেকে বের হয়ে রাজারবাগান সরকারী কলেজ রোডের আরএফএল প্লাষ্টিক সামগ্রীর শোরুম সংলগ্ন রাস্তা পার হয়ে তার মায়ের কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স নিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনায় শিশু নিহত সংবাদটি ২৮৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক