বেদনায় ভরা সেই ফেব্রুয়ারী: সরদার এম এ মজিদ প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ৪:২০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ বেদনায় ভরা সেই ফেব্রুয়ারী পাক-সরকার ভেবেছিল বাঙ্গালীরা নির্বোধ, অশিক্ষিত নেই কোন উদ্বেগ, ক্ষমতাবলে এ বাংলার রাষ্ট্রভাষাকে উর্দু করার নিয়েছিল উদ্যোগ। এমন খবর শুনতে পেয়ে কিছু যুবক দল বেঁধে, আন্দোলনের ডাক দিল চল আমরা সবাই রাজপথে। স্কুল কলেজ আর ভার্সিটি রাজধানী ঢাকাতে, দামাল ছেলেরা এল ঢাকার সেই রাজপথে। রাষ্ট্রভাষা বাংলা হবে সেদিন এই ছিল তাদের শ্লোগান, খান সেনাদের লেলিয়ে দিল, তারা চালাইলো মেশিনগান। রক্তাক্ত হইল, কতই মরিল, তবুও থামেনি অভিযান, যতদিন না পারিল উড়াইতে মাতৃভাষার বিজয় নিশান। ভাষা আন্দোলনের নির্ভিক সৈনিক সালাম, বরকত, রফিক, জব্বার, বাংলাদেশ তথা বিশ্ববাসী শহীদদের স্মরন করছে বারবার। বাংলা ভাষার জন্য যাহারা রাজপথে করেছিল লড়াই, সেই একুশে ফেব্রুয়ারীকে নিয়ে আমরা করিতেছি কত বড়াই। কত মায়ের কোল খালি করিয়া তাহাদের নিয়াছে কাড়ি, বিভিষিকাময় সেই দিন ছিল- ‘একুশে ফেব্রুয়ারী”। কিসের নেশায় বাধ্য হয়ে দিয়েছিল তাজা রক্ত, সেই সমবেদনার মর্ম বুঝে আমরা হইব ভক্ত। ভাষা আন্দোলন, আর একুশের কথা যখনই স্মরনে আসে, রক্তে রঞ্জিত সেই রাজপথ যেন মোদের নয়নে ভাসে। একুশ মানে টিভি নয়, বইমেলা নয়, যেন বিভর্ষ এক মুর্তি, পাক হানাদারের সাথে লড়াই করিবার কাহারো ছিল না শক্তি। খালি পায়ে হেঁটে, ফুলমালা দিয়ে, আজীবন করিব বরন, স্বজন হারানোর কি বেদনা- হারায়েছে যাদের প্রিয়জন। ভাষা আন্দোলন সেতো সহজ কথা নহে, বিধেঁছিল যাদের গুলি, তাহাদের বদৌলতে গর্ব করিয়া আমরা বাংলা ভাষার কথা বলি। ভাষা আন্দোলনের মধ্যে লুকায়ে ছিল স্বাধীনতার প্রাণ, স্বাধীনতার সূর্য্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । অহঙ্কার, আর আত্ম গরিমা ভুলে মোরা সবাই করিব শ্রদ্ধা, ভাষা সৈনিক আর মুক্তিসেনার মত আমরাও হবো যোদ্ধা। ভবিষ্যৎ প্রজন্মকে বলি, তোমরা কখনো ভুলো না, শহীদ আত্মার শান্তি হোক মোরা করি সেই কামনা। বাস্তববাদী লেখক ও গবেষক: সরদার এম.এ মজিদ পাটকেলঘাটা, সাতক্ষীরা মোবাইল নং- ০১৭২৩৯১২৭৪১ বেদনায় ভরা সেই ফেব্রুয়ারী সংবাদটি ৩৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?